জনগণের দোর গোড়ায় তথ্য সেবা পৌঁছে দেয়ার জন্য ভাংগা উপজেলার সকল তথ্য বাতায়ন প্রতিনিয়ত কাজ করেযাচ্ছে। আমরা প্রতিদিন আপনাদের মন্তব্য খাতায় প্রদত্ত মতামত সমূহ দেখি এবং উত্তরদেই। জেলা উপজেলা প্রশাসন সর্ম্পকে যে কোন তথ্য চাইতে আপনাদের মতামত সমূহ মন্তব্য খাতায় লিখতে পারেন।আমাদের এই তথ্য বাতায়নে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি এই সব বিষয়ে তথ্য হোম পেইজের মাঝামাঝি অংশে দেখতে পাবেন। হোম পেইজের নিচে বিজ্ঞপ্তি এবং খবর অংশে সাম্প্রতিক খবরা খবর পেতে পারেন। হোম পেইজের ডান দিকে জেলা সম্পর্কিত অংশে এ জেলার পটভূমি, পত্র-পত্রিকা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, খ্যাতিমান ব্যক্তি, জন প্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন সর্ম্পকে তথ্য পেতে পারেন। ডিজিটাল ডিস্ট্রিকট প্রোফাইলে এ জেলা সর্ম্পকে গুরুত্বপূর্ণ স্থান সর্ম্পকে ধারণা দেয়া হয়েছে। হোম পেইজের বাম দিকে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সরকারী বিভিন্ন অফিস সমূহের তথ্য সন্নিবেশিত আছে। সরকারী বিভিন্ন ফরম ডাউন লোড করতে হোম পেইজের বামে ফরম এবং প্রতিবেদন মেনুতে ক্লিক করুন। জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় রক্ষিত ডিজিটাল গার্ড ফাইল। এ কার্যালের প্রতি বুধবার জনগণের সভা অনুষ্ঠিত হয়। হোম পেইজের বাম মেনুতে এ সম্পর্কিত তথ্য দেয়া আছে। এ ছাড়া অন্যান্য লিংকেই-ডিরেক্টরী, বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ, গ্যালারী এবং প্রয়োজনীয় ওয়েব সাইট দেখতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস